Main Menu

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়ায় বর্নাঢ্য র‌্যালী

+100%-


প্রতিবেদক : জাতীয় আইনগত সহায়তা দিবস
উপলক্ষে রবিবার ব্রাক্ষণবাড়িয়ায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা লিগ্যাল কমিটি এসব কর্মসূচী পালন করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে সকাল ৮টায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্বদেন ব্রাক্ষণবাড়িয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান জাতীয় আইনগত সহায়তার প্রদান সংস্থা জেলা কমিটি মোহাম্মদ কাউসার, বিজ্ঞ জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মোঃ জালাল উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ শফিউল আজম, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপি এম সহ জেলা জজ শীপের সকল বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, লিগ্যাল এইড কমিটির কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগন। র‌্যালীটি জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।  র‌্যালীতে অংশগ্রহণকারীগন ব্যানার, ফেস্টুন, আকর্ষণীয় গেঞ্জি এবং রঙ্গিন ক্যাপ পড়ে র‌্যালীকে আকর্ষণীয় হবেক উঠে। সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড অফিসের সামনে বিষয় ভিত্তিক ছবি ও নাটিকা প্রদর্শণী হয়। তাছাড়া বিকেলে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি পালনের মূল প্রতিপদ্য বিষয় হল সরকারি আইনি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা, সরকারি আইন সহায়তা কার্যক্রম আরো কার্যকর, বিস্তৃত ও শক্তিশালী করা।






Shares