Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে মাদক এবং আতশবাজি উদ্ধার

+100%-

12bgb19516অদ্য ১৯ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল, ৬৭ বোতল ইস্কফ, ০৩ বোতল হুইস্কি এবং ০৬ প্যাকেট আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য ১৯ মে ২০১৬ তারিখ সকাল ০৭:৫৫ ঘটিকায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ইস্কফ এবং ০৩ বোতল হুইস্কি জব্দ করেছে বিজিবি। এছাড়া গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর অপর একটি অভিযানে সিএনজি তল্লাশী করে বিকাল ৫:০০ ঘটিকায় একই উপজেলার জয়নগর এলাকা হতে বিভিন্ন প্রকারের ০৬ প্যাকেট আতশবাজি উদ্ধার করে। অপরদিকে সকাল ১০:০০ টায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিল এবং ১২ বোতল ইস্কফ আটক করেছে বিজিবি জওয়ানরা। আটককৃত এসব দ্রব্যের আনুমানিক মূল্য ৬৬,০০০ টাকা। তবে এইসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদক এবং আতশবাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares