Main Menu

সিয়াম সাধনা সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার এক উজ্জল দৃষ্ঠান্ত, – সিনিয়র যুগ্ম মহাসচিব, স.উ.ম আব্দুস সামাদ

+100%-

Islami Font Photo
পবিত্র রমজানুল মোবারক মাস হল উম্মতে মোহাম্মদীর ত্যাগ, সাধনা ও ধৈর্য্যরে মাস। সিয়াম সাধনা মুমিনদের চিত্তশক্তিকে আত্মশুদ্ধির মাধ্যমে জাগ্রত করে, সাম্য মৈত্রীর পরিবেশ তৈরী করে, শয়তানী প্ররোচনা , মানবিক কুপ্রবৃদ্ধি থেকে আত্মাকে শক্তি শালী করে এবং দ্বীনি চেতনার বীজ অংকুরিত করে ঈমানী পরীক্ষায় উর্ত্তীদের প্রিয় নবী সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম ও ভালবাসার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইনসাফ ও ন্যাায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়, তাই সিয়াম সাধনা সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার এক উজ্জল দৃষ্ঠান্ত। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ. ম আব্দুস সামাদ আজ শনিবার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পীরে অধ্যাপক নাজিম উদ্দিন আল ক্বাদেরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মোজাফ্ফর আহমদ, তিনি বলেন- মধ্য প্রাচ্যে মুসলিম দেশ সমুহে পবিত্র রমজান মাসের সম্মানার্থে দ্রব্য মূল্য শিথীল যুগ্য করে ভুর্তকী প্রদান করা হয়। পক্ষান্তরে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশে একদল অতি মুরাফাখুর ব্যবসায়ীরা পবিত্র রমজান মাস আসলেই তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কয়েকগুণ বাড়িয়ে অর্থনৈতিক ফায়দা হাসিল করে থাকে। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সচিব আলহাজ্ব এম. এ. মতিন, অধ্যক্ষ আল্লামা মুফতী নজির আহমেদ, এড. মোহাম্মদ আলী আজম, পীরে তরিকত সৈয়দ জাফরুল কুদ্দ্ছ গালেব, পীরে তরিকত মুস্তাক আহমেদ ওয়ায়েসী আল-ক্বাদেরী, পীরে তরিকত আব্দুল আজিজ আল- কাদেরী, পীরে তরিকত মাওঃ সদর উদ্দিন আহমেদ, পীরে তরিকত শেখ ইব্রাহিম সুমন, পীরে তরিকত মোবারক আলী, পীরে তরিকত শরীফুল ্আজিজ আল কাদরী, প্রফেসর নূর মোহাম্মদ, প্রফেসর নইম উদ্দিন আহমদে। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা, এড. সৈয়দ ছাইদুর রহমান আওলাদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হক আল আজাদ, অধ্যাপক গোলাম মওলা, ছাদেকুল ইসলাম, মাওঃ মুফতি সায়েদুর রহমান, মোঃসায়েদুজ্জামান জাবের, গোলাম মোহাম্মদ খান, মোঃ জাকির হোসাইন, সাবেক ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান,সাবেক ছাত্রসেনা জেলা সভাপতি সৈয়দ আবুল বাশার, মাওঃ আবু রায়হান, সুফিউল্লাহ, আবুল বাইয়ান, ও ছাত্রসেনা জেলা আহবায়ক মাওঃ সাদ্দাম হোসাইন, যুগ্ম আহবায়ক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, জোবাইর আহাম্মদ রানা, মোঃ ইকবাল হোসেন বাবুল, মোঃ সুমন, মোঃ ইমাম হোসাইন, শাহীন আলম, নূরুল আলম, মুজাম্মেল হকসহ প্রমূখ। উক্ত অনুষ্টান সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন এর পিতা মরহুম আব্দুল আজিজুল হকসহ সকলের রুহের মাগফিরাত ও দেশের শান্তি সম্মৃদ্ধি কমনা করে বিশেষ মিলাদ ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।






Shares