Main Menu

রিএসেসম্যান্ট কার্যক্রমকে গতিশীল করতে সকলে একযোগে কাজ করতে হবে — পৌর মেয়র নায়ার কবীর

+100%-

mayor301016গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌরসভার রিএসেসম্যান্ট কার্যক্রমের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা বেগম, পৌর কাউন্সিলর আবুল বাশার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, আলহাজ্ব ফেরদৌস মিয়া, ওমর ফারুক জীবন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, কর নির্ধারক এস এম আলম, বস্তিউন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, রিএসেসম্যান্ট কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলে একযোগে কাজ করতে হবে। এই কাজে কোন অনিম হলে দোষী ব্যক্তিদের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধি করতে রিএসেসম্যান্ট কার্যক্রম অত্যন্ত জরুরী।প্রেস রিলিজ






Shares