Main Menu

মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু——– পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম

+100%-

spbbaria
ডেস্ক ২৪::  সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর পশ্চিমপাড়া মাঠ প্রাঙ্গণে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।

শেরপুর পঞ্চায়েত কমিটির প্রধান-২ হাজী মোঃ আব্দুল হাসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

spbbaria1

শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা বেগম, পৌর কাউন্সিলর ফেরদৌস মিয়া, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, আজাদ খানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, মাদকসেবীরা সমাজকে ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত তারা দেশ ও জাতির শত্র“। একজন মাদকসেবী প্রথমে তার পরিবারকে ধ্বংস করে। পরবর্তী সময়ে তারা দেশের ক্ষতি করতে নিজেকে সম্পৃক্ত করে। তাই তাদের এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সমাজে সচেতন সকল নাগরিকগণকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তিনি এ সময় আরো বলেন, যতদিন এই জেলায় চাকুরী করব, ততদিন মাদকের কড়াল ঘ্রাস থেকে জেলাকে সম্পূর্ণ মুক্ত রাখব।

সমাবেশে উপস্থিত হাজার হাজার উৎসুক উত্তেজিত জনতা মাদক বিরোধী শ্লোগান নিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেনের বাড়িঘরে হামলা চালায়।






Shares