Main Menu

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রে পাঠচক্র আয়োজন

+100%-

jkljk

“সাম্যের কবি নজরুল” ওই বিষয়ের উপর কবিতা পাঠ, প্রবন্ধ পর্যালোচনার সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পাঠচক্রের আয়োজনে করে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র। সংগঠনের সভাপতি অধ্যাপক ওসমান গণি সজীবের সভাপতিত্বে আয়োজিত পাঠচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি কবি জয়দুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর যুগ্ম সম্পাদক মমিনুল আলম বাবু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি। আলোচনা ও কবিতা পাঠ করেন সুব্রত সাহা, আইরিন সুলতানা øিতা, আলী ইসলাম ভূইয়া, আবির হোসেন, ইভা আক্তার, জোনাকী আক্তার, প্রতীক চক্রবর্তী, মামুন মিয়া, আফজাল হোসেন, এমরান হোসেন, সাইদুর রহমান ঝিকু, মোমতাহেনা তিথি, কাজী খাইরুল আলম, নির্দোষ প্রমুখ। পাঠচক্র পরিচালনা করেন পাঠাগার বিভাগের পরিচালক শ্যামা চরণ দাস।






Shares