Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান:: ০৩টি ধারালো রাম দা ও ০২টি ছুরিসহ ০৫ জন ডাকাত গ্রেফতার

+100%-

sadarপ্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অদ্য ৩১/১০/১৬খ্রিঃ রাত অনুমান ০২:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত ১) মোঃ সাগর (৩২) পিতা-মৃত আবদুল আলীম মাতা-মৃত সাফিয়া বেগম সাং-আকছিনা (চেয়ারম্যান বাড়ি) ২) মোঃ মাইনুদ্দিন (২০) পিতা-মোঃ মতি মিয়া মাতা-রেজিয়া বেগম সাং-তেতৌয়া ৩) মোঃ ইকবাল হোসেন (২০) পিতা-জিতু মিয়া মাতা-কোহিনুর বেগম সাং-তেতৌয়া ৪) মোঃ সাইফুল ইসলাম (২১) পিতা-ফরিদ মিয়া সাং-দক্ষিণ খার (চৌধুরী বাড়ি) ৫) মোঃ আইয়ুব আলী (২১) পিতা-মোঃ মস্তু মিয়া মাতা-আয়েশা বেগম সাং-মাইজখার (দক্ষিণ খার) সর্ব থানা-কসবা জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র থানাধীন রামরাইল ব্রীজের দক্ষিণ পার্শ্বে কুমিল্লা টু ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পূর্ব পার্শ্বে বালুর মাঠ নামক স্থানে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে হাতে নাতে ০৩টি ধারালো রাম দা ও ০২টি ছুরিসহ আটক করেন।

উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টাসহ থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares