Main Menu

নাসিরনগরে মন্দির, উপাসনালয় ভাংচুরের যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিবৃতি

+100%-

protibadব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ৩০/১০/১৬ ইং তারিখে নাসিরনগরের বিভিন্ন হিন্দু পাড়ার বাড়ীঘর, মন্দির, উপাসনালয় ভাংচুরের যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতি প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)।

বিবৃতিতে নেতৃবৃন্দ নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়ার শত শত বছরে হিন্দু মুসলিম তথা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকারের জন্য রাজনৈতিক আভ্যন্তরীণ কোন্দল ও ব্যক্তি স্বার্থ হাসিলের লক্ষ্যে যারা পরিকল্পিত ভাবে রাজনৈতিক হীন উদ্দেশ্যে এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে উক্ত ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরকে সনাক্ত করে বিচারের আওতায় এনে নেতৃবৃন্দ দৃষ্টান্তমূলক শাস্তির জন্য নেতৃবৃন্দ দাবি জানান, পাশাপাশি পবিত্র কাবা শরিফে মুর্তি স্থাপন করে যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি জন্য জোর দাবী জানান।

বিবৃতিতে নেতৃতবৃন্দ আরো বলেন- গত ১১/১২ জানুয়ারি-২০১৬ইং তারিখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ও মসজিদ এবং রেলস্টেশন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, শহরে গুরুত্বপূর্ন স্থাপনা সহ যে সকল প্রতিষ্ঠান ভাংচুর ও জ্বালাও পোড়াও এর ঘটনা ঘঠেছিল আমরা জেলা বিএনপির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে ও পত্রিকায় বিৃবতির মাধ্যমে যারা প্রকৃত দোষী বিচার বিভাগীর তদন্তের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করে বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে, উক্ত ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুজে বের না করে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নিরীহ মানুষকে যারা এই ঘটনার সহিত কোনো ভাবেই জড়িত নয় তাদেরকে হয়রানি ও গ্রেফতার করে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলার আসামী করা হয়েছে যাহা বর্তমানেও অব্যাহত আছে।

গত ৩০অক্টোবর-২০১৬ইং তারিখে নাসিরনগরে যে ঘটনা ঘটেছে ইহাতেও আমরা শংকিত ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যদি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে সনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির বিধান করা হত, তাহলে নাসিরনগর তথা সারা বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতনা। ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে প্রকৃত দোষীদেরকে আড়াল করে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নিরীহ মানুষকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় শাসক দল প্রশাসনকে ব্যবহার করে হয়রানি ও গ্রেফতার করছে নাসিরগরে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং প্রকৃত দোষীদেরকে আড়াল করে বিরোধী মত ও দলকে ঘায়েল করার জন্য ‘উদোর পিন্ডি বুদুর ঘাড়ে’ চাপানোর কোন অপচেষ্টা না হয় এই ব্যপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রেখে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য নেতৃবৃন্দ উদ্বাত্ত্ব আহ্বান জানান।

নাসরিনগরের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এবং প্রকৃত দোষী ব্যক্তিদেরকে আড়াল করে একের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার অপকৌশল হিসেবে গত ১৫ নভেম্বর- ২০১৬ইং তারিখ সন্ধ্যার পর নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আমিরুল হোসেন চকদার কে তার বাড়ী থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের নাম করে থানায় ধরে এনে সম্পূর্ন ষড়যন্ত্রমূলক ভাবে নাসিরনগরের ঘটনার মামলায় গ্রেফতার করিলে উক্ত মামলার বাদীগণ ও শত শত হিন্দু সম্প্রদায়ের লোকজন থানায় এসে আমিরুল হোসেন চকদার নির্দোষ এবং উক্ত ঘটনার সহিত জড়িত নয় বলিয়া পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাইলেও পুলিশ তাদের কথা কর্ণপাত না করিয়া তাকে উক্ত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় চালান দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করে। আমর জেলা বিএনপি নেতৃবৃন্দ এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি মোঃ আমিরুল হোসেন চকদারকে অভিলম্বে নিঃর্শত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহারেরত্ত জোড় দাবি জানাচ্ছি। এবং উক্ত ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করে অযথা হয়রানি না করা হয় তার জন্য প্রশাসনের সর্বস্তরে সকলের প্রতি উদ্ধাত্ত্ব আহবান জানাচ্ছি।প্রেস রিলিজ






Shares