Main Menu

দেশে খুন করে হিরো হয়ে কূটনৈতিক মিশনে চাকরি পাওয়ার রীতি বন্ধ হয়েছে :: আইনমন্ত্রী

+100%-

IMG_20160526_113451ডেস্ক ২৪:: সামরিক আইনে চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেন মর্যাদা না হারান সে জন্যই ষোড়শ সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিতর্ক হলে ভয় পাওয়ার কিছু নেই। এতে গণতন্ত্র সুদৃঢ় হয়। দেশে খুন করে হিরো হয়ে কূটনৈতিক মিশনে চাকরি পাওয়ার রীতি বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘এক সময়ে আমরা আইনের শাসন চেয়েছি, পেয়েছি মিলিটারি শাসন। উন্নয়ন চেয়েছি, পেয়েছি সন্ত্রাস।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সারোয়ার-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা ও দায়রা জজ মো. ঈসমাইল হোসেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।





Shares