Main Menu

দূর্যোগের ঝুকি কমাতে সমাজের সকলে সচেতন হতে হবে –জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

dc13116ডেস্ক ২৪::“দূর্যোগ ঝুকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের লোকনাথ দিঘীর পাড় (ট্যাংকেরপাড়) হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আবুল কাসেম, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দূর্যোগের ঝুকি কমাতে সমাজের সকলে সচেতন হতে হবে। সরকার দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তাই সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষ দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। দূযোর্গ মোকাবেলাই আগাম প্রস্তুত থাকলে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।






Shares