Main Menu

কসবায় সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বিশ্বজিৎ বিশ্বাস এ বিষয়ে গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেন।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস জানান, তিনি পৈতৃক সূত্রে একটি সম্পত্তি ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই এলাকার আবুল কালাম অনু, মো. শাহজাহানসহ আরো কয়েকজন মিলে তাদের মালিকানাধীন জায়গায় ঘর তুলে ফেলেছেন। যেখানে ঘর তুলেছেন সেই জায়গাটি নিয়ে তাদের সঙ্গে কাকাতো ভাইদের মামলা চলছে। একাধিক রায়ও তারা পেয়েছেন। কিন্তু আবুল কালামসহ অন্যান্যরা জায়গাটি তাদের কাকাতো ভাইদের কাছ থেকে কিনে নিয়েছেন উল্লেখ করে ওই জায়গায় ঘর তুলে ফেলেছেন। একইভাবে তাদের কাকাতো ভাই পরিমল ও বুধু বিশ্বাসও তাদের জায়গা দখল করে ঘর তুলে ফেলেছেন।
তিনি অভিযোগ করেন, এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু তিনি প্রাণভয়ে থাকা অবস্থায় থানায় একটি সাধারণ ডায়রি করলেও পুলিশ তাতে কর্ণপাত করেন নি। এ অবস্থায় তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হচ্ছে।






Shares