Main Menu

জট কাটলো মাছ আমদানির

+100%-

অবশেষে জট কাটলো বাংলাদেশ থেকে মাছ আমদানি রপ্তানির। শনিবার সকাল থেকে স্বাভাবিক হল মাছ আমদানি-রপ্তানি। জানা গেছে, শনিবার সকালে পাঁচটি মালবাহী গাড়ি এল রাজ্যে। সোমবার থেকে গোটা পরিস্থিতি হয়ে যাবে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছে।

জানা গেছে, প্রতিদিন রাজ্যে আখাউড়া আইসিপি হয়ে ২০ থেকে ২৫ মেট্রিক টন মাছ আছে। এই আমদানি-রপ্তানি শুক্রবার এবং রবিবার বন্ধ থাকে। যার দরুন রবিবার মাছ রাজ্যে আসবে না। এরফলে সোমবারে রাজ্যে মাছের গাড়ি স্বাভাবিকভাবেই রাজ্যে প্রবেশ করবে এরফলে সোমবার থেকে গোটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছে মাছ ব্যবসায়ীরা। এদিকে ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোর তরফ থেকে জানানো হয়েছে গত ৪ সেপ্টেম্বরের ঘটনার পরে কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছিল। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেই নিজেদের মত করে ব্যবসা করতে পারবে। তাদের কাছ থেকে তোলাবাজি কড়া যাবে না। এতদিন যা হয়েছে তা বন্ধ করতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।