Main Menu

সেই যুবদল নেতাকে দল থেকে বহিস্কার

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় দলীয় ভামূর্তি ক্ষুন্ন হওয়ায় দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিস্কার করা হলো।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার উপজেলা সদরের স্টিল ব্রিজ এলাকায় সিএনজি স্টেশনে এক হাজার টাকা মূল্যমানের ৮৮টি জাল নোটসহ পুলিশের হাতে গ্রেফতার হন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গত শুক্রবার বিভিন্ন পত্রিকার ‘‘বাঞ্ছারামপুরে জাল নোটসহ যুবদল নেতা গ্রেফতার’’ শিরোনামে  সংবাদ প্রকাশিত হয়।


Shares