Main Menu

বিজয়নগরের ইছাপুরা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামে বিদ্যুৎ নেই

+100%-

সারোয়ার হাজারী পলাশ : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামে আজও বিদ্যুতের ছোঁয়া লাগেনি। তার মধ্যে ডালপা, কতুবপুর, খাদরাইল, ধিতপুর, ইছাপুরা, আরিয়ল, ফুলবাড়িয়া উল্লেখ যোগ্য। জানা যায়, অনেক গ্রামেরই বিদ্যুতের খুটি স্থাপন হলেও বিদ্যুতায়ন হচ্ছে না। যার ফলে সেচ ব্যবস্থায় অনেক খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষকরা। গ্রামে গভীর নলকুপ না থাকায় সাধারণ নলকুপ গুলো বন্ধ হয়ে গেছে। পানির অভাবে  গ্রামের লোকজন কখন শেলু মেশিন চালু হবে তার অপেক্ষা করতে হচ্ছে।

সাধারণ কৃষকরা বিদ্যুৎ না থাকায় ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে কোনো রকম সেচ চালাচ্ছে। আর বৃষ্টির জন্য অপেক্ষা করছে। বিদ্যুতের অভাবে ছেলে মেয়েরাও রাত্রে পড়া শুনা করতে পারছে না। তাছাড়া টেলিভিশন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে এ ইউনিয়নটি অনেকটা পেছনে চলে যাবে। আর তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে সাধারণ জনগণ।






Shares