Main Menu

বাঞ্ছারামপুরে বৃক্ষরোপন অভিযান

+100%-

প্রতিনিধি : ‘সবুজে সাজাই পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৮৬০ জন মানুষের মাঝে এবং ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ফলজ, বনজ এবং ঐষধি বৃক্ষ বিতরণ করা হয়। দুপুরে উপজেলার দূর্গারামপুর গ্রামের বসুন্ধরা ফাউন্ডেশনের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মোঃ সাইফুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল্লাহ তালুকদার, বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হযরত আলী। এসময় বক্তারা বসুন্ধরা গ্রুপের সামাজিক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সমাজ ও দেশের কল্যাণে গ্রুপের মালিক ও কর্মকর্তাবৃন্দ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতাই শুরু হল এই বৃক্ষরোপন অভিযান। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে শুরু হলেও সারাদেশ ব্যাপি এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।






Shares