Main Menu

চালু হওয়ার ৪দিন পর ফের যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

+100%-


প্রতিনিধি : যান্ত্রিক ক্রুটির কারনে চালু হওয়ার ৪দিন পর ফের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার কার্বন-ড্রাই অক্সাইড কম্প্রেসারে ত্রুটির কারনে গত সোমবার রাত থেকে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে গ্যাস সংকটের কারনে গত ৯ এপ্রিল থেকে ২৮ আগষ্ট পর্যন্ত প্রায় ৫ মাস কারখানার উৎপাদন বন্ধ ছিল। ২৯ আগষ্ট রাত থেকে পুনরায় কারখানার উৎপাদন শুরু হয়। এদিকে দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার নিজস্ব উৎপাদিত ইউরিয়া সারের মজুদ কমে গেছে। জানা গেছে, বর্তমানে কারখানার নিজস্ব ও আমদানিকৃত সারের মজুদ রয়েছে প্রায় ২৪হাজার মেট্রিক টন। কারখানার আওতাভুক্ত ডিলারগন মনে করেন দীর্ঘদিন কারখানার উৎপাদন ব্যাহত থাকলে চলতি আমন মৌসুমে সার সংকট দেখা দিতে পারে। এদিকে কারখানার উৎপাদন বন্ধ হওয়ার পর স্থানীয় প্রকৌশলীরা ইতিমধ্যেই মেরামত কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপাক (উৎপাদন) প্রকৌশলী মোঃ জিন্নাত আলী বলেন, কার্বন-ড্রাই-অক্সাইড কম্প্রেসারের ত্রুটির কারনে গত সোমবার রাত ১০টা  থেকে  ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। মেরামত কাজ চলছে, আশা করি আজ (মঙ্গলবার) রাত বা বুধবার সকালের মধ্যে ফের উৎপাদনে ফিরে আসবে।  তিনি বলেন, কারখানার গুদামে প্রায় ২৪‘হাজার মেট্রিক টন সার মজুদ আছে সুতরাং সার সংকটের কোন সম্ভাবনা নেই।






Shares