বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই, আহত ১০, সদরে পৃথক সংঘর্ষে আহত ১৫
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও নারীসহ ১০জন আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার জানান, গত এক যুগ ধরে কালিকাপুর গ্রামের ছিদ্দিক মিয়া ও ছালাম মিয়ার পরিবারের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। গত বৃহস্পতিবার প্রতিবেশী এনু মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে গান বাজানোর সময় ছালাম মিয়া গান বাজাতে নিষেদ করেন। এই নিয়ে ওই দিন সংঘর্ষও বাধে। এ ঘটনায় ছিদ্দিক মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। আজ সকালে পুলিশ মামলার তদন্ত করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ চলে আসলে দুই পক্ষ বেলা সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে আব্দুস ছালাম মিয়া(৬৫) ও হাসপাতালের নেয়ার পর তার পক্ষের লাল মিয়া (৫৫) মারা যান। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।আহতদের স্থানীয় উপজেলা কমপ্লেক্সে চিকিতসা দেয়া হচ্ছে।
এ দিকে, সকালে ব্রাহ্মনবাড়িয়া উপজেলার ছোটহরণ ও ভাটপাড়া গ্রামে পৃথক সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই গ্রামগুলোতেও পুলিশ মোতায়েন রয়েছে।