“নিজামীর ফাঁসিতে পাক-তুকীরা যদি কষ্ট পান,জামাতিদের নিয়ে যান!! ‘-নিজামীর ফাঁসি প্রসঙ্গে ক্যাপ্টেন তাজ—-
নিজস্ব প্রতিবেদক:”নিজামীর ফাঁসিতে জাতি কলংকমুক্ত হয়েছে।বীর বাঙ্গালীদের ভয় দেখিয়ে ১৯৭১-এ দাবিয়ে রাখা যায়নি,সামনের দিনেও তুরস্ক-পাকিস্থানে রাষ্ট্রদূত তলব-কূটনৈতিক সম্পক নষ্ট করার হুমকি-ধামকি দিয়ে কাবু করা যাবে না।অামরা বীরের জাতি।জামাতীদের প্রভূ পাক-তুকীরা ‘চোরের মার বড় গলা’র মতো লম্ফ-ঝম্ফো বাংলাদেশ বুঝে।তারা নিজেরাই তো ‘পরের ধনে পোদ্দারী’ করছে।তাদের যদি নিজামীর ফাঁসিতে কষ্ট লাগে,নিজামী অনুসারি জঙ্গীদের অাপনাদের কাছে নিয়ে যান।
ক্যা.তাজ অারো বলেন, কারো দয়ায় বাংলাদেশ চলে না।দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছিলো সাবেক রাজাকারমন্ত্রী নিজামী অার প্রশ্রয়দাতা জিয়া-খালেদা। বঙ্গবন্ধু কন্যা সেই নেতিবাচক পরিস্থিতি অনেক অাগেই জগনকে সাথে নিয়ে কন্টকমুক্ত করেছেন।জামায়াত-বিএনপির ধমীয় মৌলবাদ, জঙ্গীবাদের নীতিকে জনবিচ্ছিন্ন করেছেন।অামাদের প্রবৃদ্ধি এখন ৭.২২শতাংশ।মধ্যম অায়ের দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ।”
শনিবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়ারর বাঞ্চারামপুর রুপুসদী ইউপির সুজন-দুলু কলেজ কতৃক অায়োজিত ‘ক্যা.তাজকে’-বিশাল সংবধনা প্রদানকালে,অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ,সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যা.এবি (অব.) তাজুল ইসলাম এমপি এসব কথা বলেন।
বানছারামপুরে বিএনপি সাবেক এম.পি মরহুম শাহাজাহান হাওলাদার সুজন,নাটোর থেকে নিবাচিত সাবেক বিএনপি দলীয় প্রতিমন্ত্রী রু.কু.তালুকদার দুলুর নামে গড়া সুজন-দুলু কলেজের-সম্বধনা অনুষ্ঠানে ক্যা.তাজ যোগদান করে দলীয় রাজনীতির সংকীণতাকে উপড়ে ফেলে বড়মন-বড়মাপের নেতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করা সাবেক যুগ্মসচীব, বানছারামপুর উপজেলা অা.লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রিন্সিপাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল অাবুল খায়ের দুলাল,কলেজ ম্যানেজিং কমিটির মো.ইউনুস মিয়া বিএসসি,ইউপি চেয়ারম্যান মো.ফিরোজ মিয়্,ষ্ট্যান্ডান্ড লুঙ্গীর স্বত্বাধিকারি অালহাজ্ব হেলাল মিয়া,অা.লীগ নেতা এমএ অাউয়াল প্রমুখ।