Main Menu

Thursday, June 13th, 2024

 

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ও সন্ধ্যায় পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়ায় গরুর বাজার থেকে ফেরার পথে বজ্রপাতে কালু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা হোসাইন (৩২) নামে এক যুবক। তিনি সম্পর্কে নিহতের ভাতিজা। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, বাজারে গরু বিক্রি তারা বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে কালু মিয়া নিহত হন। হতাহতদের বাড়ি উপজেলার তারুয়া গ্রামে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বিস্তারিত


আশুগঞ্জে মাদক কারবারির হাতে যুবক খুন, ঘাতক আটক

আশুগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে হৃদয় (২৫) নামে এক যুবককে খুন করেছে রুবেল (৪০) নামে এক মাদক কারবারি। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের ইমানদির বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে। ঘাতক রুবেল একই গ্রামের রানিপুকুর পাড়ের মৃত আব্দুর রহীমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘটনার ৩ ঘণ্টার মধ্যে পুলিশ বাড়ির পাশে লুকিয়ে থাকা অবস্থায় ঘাতক মাদক কারবারি রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। রুবেলের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। হৃদয়কে তার নিজবাড়ি থেকে ডেকেবিস্তারিত


আখাউড়া স্থলবন্দরে ঈদের ‘ব্যবসায়িক ছুটি’ ৪ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িযার আখাউড়া স্থলবন্দরে চার দিনের ঈদের ব্যবসায়িক ছুটি ঘোষণা করা হয়েছে। ওই চারদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বুধবার (১২ জুন) সকালে স্থলবন্দর আমদনি- রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ জুন, রোববার থেকে ১৯ জুন, বুধবার নাগাদ বন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি দুদেশের ব্যবসায়িসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে।