Main Menu

Wednesday, November 8th, 2023

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কচি মোল্লা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এবং পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিকে (কচি মোল্লা) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। হাফিজুর রহমান মোল্লা কচি পৌর শহরের মৌড়াইল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, হাফিজুর রহমান মোল্লা কচিকে র‍্যাব গ্রেফতার করে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুজিনা রহমান (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মানসিক রোগী বলে জানা যায়। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রুজিনা রহমান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহাজাহান মিয়ার মেয়ে ও ঢাকা দক্ষিণ মুগদার মো: আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুজিনা বেগম একজন মানসিক রোগী। অনেকবার চিকিৎসা হয়েছে৷ রুজিনা বেগম কাউকে না বলে মাঝেমধ্যে ঘর থেকে বের হয়ে যায়। এমনিই ভাবে গত সোমবার কাউকে না বলে আশুগঞ্জ চলে আসে। তারপর বাহাদুরপুর বাবার বাড়িতে এসে পাগলামি শুরু করেন। পরে সবারবিস্তারিত


সরাইলে ফেসবুক লাইভে এসে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

সরাইলে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার সাগরদীঘি (পূর্ব পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুম্মান খাঁ (৩৫) উপজেলার মোগলটুলা এলাকার রমজান খাঁ’র ছেলে। জুম্মান উপজেলার সাগরদীঘি (পূর্ব পাড়া) মীর হেলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। জানা যায়, জুম্মান নেশাগ্রস্ত ছিলেন। সে মাদক কেনা-বেচার সাথেও জড়িত ছিলো। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। তার স্ত্রীও মাদক কেনা-বেচাতে জড়িত। মাদক কেনা-বেচার কারণে জুম্মানের সাথে তার বাবা-মা ও কোন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ছিলো না। সে তার স্ত্রীকে নিয়ে উপজেলার সাগরদীঘি (পূর্ব পাড়া) এলাকারবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ৪টি কেন্দ্রে ভোট গ্রহনে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রুহুল আমিন তদন্ত কার্যক্রম শুরু করেন। বড়তল্লা, তালশহর পশ্চিম ও যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং যাত্রাপুর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের ৪ প্রিজাইডিং কর্মকর্তা, ২৮ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪৬ জন পোলিং অফিসার ছাড়াও কেন্দ্রে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং আনসার সদস্যদের বক্তব্য শুনবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমানবিস্তারিত