Main Menu

Sunday, May 16th, 2021

 

কসবার রাব্বী বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত

বাহরাইনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কেএম রুহুল রাব্বী (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে বাহরাইনের জাল্লাক মহাসড়কের বাহরাইন ইউনিভার্সিটির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে। দ্রুত রাব্বীর মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্বজনরা। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বীর বাবা-মা কয়েক বছর আগে মারা গেছেন। সাত ভাই-বোনের মধ্যে রাব্বী দ্বিতীয়। ২০১৭ সালে বাহরাইনে পাড়ি জমান রাব্বী। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজারের চাকরি করতেন তিনি। এর আগে রাব্বীবিস্তারিত


নবীনগর সড়ক বাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর সড়ক বাজারে আজ রবিবার সকালে হাজী মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় বাজারের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান দুটির একটি ছিল খাবারের হোটেল অন্য টি ওয়াকসপ। স্থানীয়রা জানান, উপজেলার কৃষ্ণনগর বাজারে আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে আগুন লাগার পর স্থানীয় একটি মসজিদের মাইকে আগুন নিবাতে আহব্বান করা হলে স্থানীয়রা ছুটে আসেন। এসময় উপস্থিত অনেকেই আহত হয়। পরে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। জানা যায়, আগুন লাগারপর তাৎক্ষণিকভাবে বাসিন্দারা ফায়ার সার্ভিসে স্টেশনেবিস্তারিত


নবীনগরে ঝড়ের কবলে পরে এক বৃদ্ধার মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে কাল বৈশাখীর ঝড়ের কবলে পরে মোজ্জাম্মেল হক (৬৫)নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল বিটঘর গ্রামের মৃত আজিজুল হক কেরানির ছেলে এবং বটতলা হাজি আজিজুল হক সুপার মার্কেটের মালিক। সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির উঠান থেকে গরু আনতে গেলে ঝড়ে উঠানের একটি আম গাছ উনার উপর ভেঙে পড়লে গাছের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাটিতে শোকের মাতম চলছে।


নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে পানিতে ডুবে ফাতেমা আক্তার নামে দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শিশুটি উপজেলার লহরী গ্রামের মো.আউয়াল মিয়ার মেয়ে। আজ রবিবার (১৬/০৫) সকাল সারে ১০টার দিকে লহরী গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে অন্য শিশুদের সাথে খেলা করছিলেন শিশু ফাতেমা। অল্প কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির দক্ষিণ পাশের ডোবাতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।