Main Menu

Wednesday, December 9th, 2020

 

বিজয়নগরে রোকেয়া দিবসে জয়ীতাদের সম্মাননা ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন

মো,জিয়াদুল হক বাবু :বিজয়নগরে রোকেয়া দিবস উপলক্ষে জয়ীতাদের সম্মাননা প্রদান ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।। আজ বুধবার সকালে উপজেলা পরিসদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও আব্দুল কাদিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রি রানি,সহকারী কমিশনার ভুমি মো,মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন,মহিলা আওয়ামীলীগ সভাপতি সৈয়দা নাখলু আক্তার,তথ্য আপা জয়নব প্রমুখ।


নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পুর্যন্ত এ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রবিন সাংবাদিক মো. আক্কাস আলি, সাংবাদিক মো. তাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাংবাদিক জালাল উদ্দিন মনির, সাংবাদিক সাইদুল আলম সুহরাফ, সাংবাদিকবিস্তারিত


বিএনপির নেতা-কর্মীরা পদ্মা সেতুতে উঠবেন না: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শাজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশে আমরা আমাদের নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করছি। এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্র-চক্রান্ত করেছিল। তাদের সেই ষড়যন্ত্র-চক্রান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা আজ পদ্মা সেতু করেছেন। আগামী বছরের মধ্যে আমরা পদ্মা সেতু পার হবো। তবে আমি বিএনপির নেতা-কর্মীদের আহ্বান জানাবো, তাদের নেত্রীর ওপর বিশ্বাস রেখে তারা যেন এই সেতু পার না হয়। এ প্রসঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘‘আপনি খালেদা জিয়া বলেছিলেন, এই পদ্মা সেতু আমরা করতেবিস্তারিত


নবীনগরে সরকারিভাবে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারিভাবে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের আবেদন কৃত ১৬ জন প্রতিবন্ধীর মাঝে সরকারিভাবে বিনামূল্য এ হুইল চেয়ার বিতরণ করা হয় । এ সময় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহামেদ, মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি কাউসার আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।