Friday, June 5th, 2020
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দিনে ১১২জন করোনা আক্রান্ত, হতে পারে আবারও লকডাউন
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে হুহু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মাত্র ৫ দিনে জেলায় ১১২জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার ঢাকা থেকে আসা ১৮৮ জনের রিপোর্টে ৩৭ জন আক্রান্ত রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪৩। এত অধিক সংখ্যক লোক করোনা আক্রান্ত হওয়ার পর জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটি কি ভাবছে? তা নিয়ে কথা হয় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহর সাথে। তিনি জানান, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে আবারো লকডাউন করা হতে পারে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে। ঈদের সময়ে অনেক স্যাম্পল একসাথে পাঠানো হয়। সেগুলোর ফলাফলবিস্তারিত
নবীনগরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ‘জীববৈচিত্র রক্ষা করি, বাসযোগ্য বিশ্ব গড়িথ -এই শ্লোগানে গ্রীন ক্লিন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইউনিট পালন করলো বিশ্ব পরিবেশ দিবস/২০২০। দিবসটি উপলক্ষে শুক্রবার (০৫/০৬) উপজেলার গ্রীন ক্লিন বাংলাদেশ ইউনিটের আয়োজনে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নবীনগর প্রেসক্লাব চত্বরে গ্রীন ক্লিন বাংলাদেশ নবীনগর ইউনিটের সহ প্রধান সমন্বয়কারী মো. নূরে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন। বক্তব্য রাখেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসকাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,বিস্তারিত
রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে পারে হোমিয়োপ্যাথি ওষুধ
আনন্দবাজার:: হোমিয়োপ্যাথি চিকিৎসা সম্পর্কে কমবেশি মূলধারার বহু চিকিৎসকের বিতৃষ্ণা আছে। প্রায় ২০০ বছর আগে জন্মলগ্ন থেকে বিতর্ক পিছু না ছাড়লেও বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ আস্থা রাখেন হোমিয়োপ্যাথি চিকিৎসার ওপর। কলেরা, বসন্ত, প্লেগ বা টাইফয়েডের মহামারি থেকে বাঁচতে ১০০ বছর আগেও আমাদের দেশের প্রধান অস্ত্র ছিল হোমিয়োপ্যাথি ওষুধ। কলেরা, বসন্ত, প্লেগের মহামারির সময়েও হোমিয়োপ্যাথি ওষুধ অনেক অসুস্থকে সুস্থ করতে সাহায্য করেছিল বলে জানা গিয়েছে। নানান বিজ্ঞানভিত্তিক সমীক্ষা করার পরই সরকারি আয়ুষ মন্ত্রক রোগপ্রতিরোধ ব্যবস্থা জোরদার করে কোভিড-১৯ অতিমারিকে দূরে সরিয়ে রাখতে হোমিয়োপ্যাথি ওষুধের ওপর আস্থা রেখেছেন, বললেন মিনিস্ট্রি অব আয়ুষেরবিস্তারিত
আশ্রয়ণ প্রকল্পের ঘর দিতে ও টাকা নেয়ার অভিযোগ চেয়ারম্যান কবিরের বিরুদ্ধে
অভিযোগ যেন পিছু ছাড়ছেনা নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদের। এবার বীরগাঁও ইউনিয়নে “আশ্রয়ণ প্রকল্প-২” এর ঘর বরাদ্দের তালিকায় নাম উঠাতে, ঘর নির্মাণে ও মাটি কাটার শ্রমিকের চাকরি দিতে অর্থ নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে । গত ২ জুন এমন ২০ জন ভুক্তভোগীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন জমা দেয়া হয়েছে নবীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে। বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার অভিযোগটি করেছেন। অভিযোগ পত্র সূত্রে জানা গেছে,”আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারাদেশের মতো নবীনগর উপজেলায়ও দরিদ্র ও গৃহহীনদের জন্য ঘর বরাদ্দ দেয়।বিস্তারিত
আশুগঞ্জে প্রাণের গাড়ি থেকে গাঁজা, ফেন্সিডিলসহ ০৪ মাদক ব্যবসায়ী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাণ গ্রুপের একটি গাড়ি থেকে ৫৪ কেজি গাঁজা, ২৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প। শুক্রবার সকালে টোলপ্লাজা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এসময় ০৪ মাদক ব্যবসায়ীকেও আটক করে র্যাব। ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কাভার্ড ভ্যানে করে ঢাকা’সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায়।র্যাব গোয়েন্দা সূত্র জানায় কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, আরো ৩৭ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৫ দিনে জেলায় ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার ঢাকা থেকে আসা ১৮৮ টি রিপোর্টে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এনিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৩ জনে। সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, নবীনগর উপজেলায় ১৯ জন, সদর উপজেলায় ৫ জন, কসবায় ৭, সরাইলে ৩ জন, বিজয়নগরে ১, নাসিরনগরে ১ ও আশুগঞ্জে ১ জন। আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।