ব্রাহ্মণবাড়িয়া বিজিবি’র অভিযানে মাদকসহ যুবক আটক
অদ্য ০৪ অক্টোবর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে জেলার জেল গেইট এলাকায় দুপুর ১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনাকালীন একটি সিএনজিকে ধাওয়া করে ১০০ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম ও ঠিকানা- মোঃ লিটন মিয়া(৩০), পিতা- মৃত আব্দুল মজিদ এবং সে নরসিংদী সদর উপজেলার সংগীতা গ্রামের বাসিন্দা। এসময় অবৈধভাবে মাদক পরিবহনের দায়ে সিএনজিটিও জব্দ করে বিজিবি। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ক্ষমতা বলে মামলা দায়ের পূর্বক তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ।
অপরদিকে মাদলা সীমান্ত ফাঁড়ী কর্তৃক কসবা উপজেলার গোপীনগর এলাকা হতে ভোর সাড়ে ৫টায় ৫৪ বোতল ভারতীয় হুইস্কিসহ ০১টি পিকআপ আটক করে বিজিবি। এছাড়াও পৃথক দুটি অভিযানে ০৪ কেজি গাঁজা এবং পরিত্যক্ত অবস্থায় ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।