Main Menu

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

+100%-

bgb 12-3-16

অদ্য ১২ মার্চ ২০১৬ তারিখ দিনভর চোরাচালান অভিযানে ১০ কেজি গাঁজা, ২১৪ বোতল ফেনসিডিল, ৯১ বোতল হুইস্কি এবং ০৬ বোতল ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১২ মার্চ ২০১৬ তারিখ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুপুর ২টায় ১০ কেজি গাঁজা এবং বিকাল ১৫:৩০ ঘটিকায় ১৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে কসবা উপজেলার কুইয়াপানিয়া সীমান্ত এলাকা হতে চন্ডিদ্বার সীমান্ত ফাঁড়ীর নায়েক আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ৭১ বোতল হুইস্কি আটক করা হয়। এদিকে একই উপজেলার দৌলতপুর সীমন্ত এলাকা হতে ভোরে ২০ বোতল হুইস্কি উদ্ধার করেছে কাজিয়াতলী সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।

অপরদিকে আখাউড়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে অভিযান পরিচালনা দুপুর ২টায় ৪৮ বোতল ফেনসিডিল ও ০৬ বোতল ক্যান বিয়ার আটক করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর পৃথক একটি টহল দল। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এইসব মাদক উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares