Main Menu

এসপির স্ত্রী হত্যার ‘সম্ভাব্য মূল পরিকল্পনাকারী’ আটক

+100%-

Mituচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি মহম্মদ শাহজামান রবীন (২৮) কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। এই ব্যক্তি সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, আটক রবিন মিতু হত্যার মূল পরিকল্পনাকারী। তবে টিভি ক্যামেরার ফুটেজের অপরাধীদের সঙ্গে তার চেহারার মিল আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আগামী রোববার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলেওঔ জানা গিয়েছে। প্রসঙ্গত গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।






Shares