মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন
ডেস্ক : দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সকল সহকারী গ্রন্থাগারিকদের চাকরি এমপিওভুক্তির দাবিতে সহকারী গ্রন্থাগারিকেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনকে অবরুদ্ধ করে রেখেছেন।রোববার সন্ধ্যার পরপরই শিক্ষা ভবনে তাকে অবরুদ্ধ করা হয়। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতি মানবন্ধনের আয়োজন করে। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থাগারিকদের আন্তর্জাতিক মহাসম্মেলনে শিক্ষাখাতে ১৮ হাজার সহকারী গ্রন্থাগারিক নিয়োগ ও এমপিওভুক্তির ঘোষণা দেন।
গত ২৮ ও ২৯ জুলাই শিক্ষামন্ত্রী ও মহাপরিচালক এক মাসের সময় নিলেও তা বাস্তবায়ন হয়নি। শিগগিরই এমপিওভুক্ত না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছিলো সকালের মানববন্ধন থেকে। |