Main Menu

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন

+100%-

ডেস্ক : দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সকল সহকারী গ্রন্থাগারিকদের চাকরি এমপিওভুক্তির দাবিতে সহকারী গ্রন্থাগারিকেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনকে অবরুদ্ধ করে রেখেছেন।রোববার সন্ধ্যার পরপরই শিক্ষা ভবনে তাকে অবরুদ্ধ করা হয়। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতি মানবন্ধনের আয়োজন করে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থাগারিকদের আন্তর্জাতিক মহাসম্মেলনে শিক্ষাখাতে ১৮ হাজার সহকারী গ্রন্থাগারিক নিয়োগ ও এমপিওভুক্তির ঘোষণা দেন।

গত ২৮ ও ২৯ জুলাই শিক্ষামন্ত্রী ও মহাপরিচালক এক মাসের সময় নিলেও তা বাস্তবায়ন হয়নি। শিগগিরই এমপিওভুক্ত না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছিলো সকালের মানববন্ধন থেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আশফাকুর রহমান, মো. আবদুল মালেক, যুগ্ম মহাসচিব মো. আজহারুল ইসলাম প্রমুখ।






Shares