Main Menu

মুষলধারে বৃষ্টিকে cats and dogs raining বলার রহস্য!

+100%-

Bluepencil-1462185137-8723a2f_xlargeকেন মুষলধারে বৃষ্টিকে cats and dogs raining বলা হয়?

এটা নিয়ে অনেক আগেই ভেবেছি! আমি এর কয়েকটি উত্তর জানতাম- তার মধ্যে আজকেরটা একটু মনে ধরল! সেটা মিথলজিকাল। সেই ছোটবেলা থেকেই মিথলজি বা রূপকথা আমার খুব প্রিয়। আজ জানতে পারলাম-

ওদের সবচেয়ে নামকরা দেবতা ওডিন, যিনি কি না ঝড় বৃষ্টিরও দেবতা। কুকুর আর বিড়াল ছিলো তাঁর প্রিয় পশু। দেবতা ওডিন যেদিন কোনো নারীর ভালোবাসা পেতেন না, সেদিন ক্ষুদ্ধ হয়ে ঝড় আর বৃষ্টি নামাতেন। তাঁর প্রিয় কুকুর এই ঝড়ো হাওয়াকে বয়ে নিয়ে যেতো আর প্রিয় বিড়ালগুলো সেখান থেকে বৃষ্টি ঝরাতো। সেই থেকে মুষলধারে বৃষ্টিকে বলা হতো বিড়াল আর কুকুরের বৃষ্টি!

হোক না যত Tom and Jerry বৃষ্টি, ভালোবাসা না পেয়ে ওডিনের ক্ষুদ্ধ হওয়ার কাহিনী আজ না হয় আর নাই বললাম…!!!
ওডিনের গল্প শুনিয়ে আমি আজকের দিনটিতে অন্তত আর ওডিন হতে চাই না…!!!

আমি আজ হেডিন হতে চাই, অপেন করছি সবেমাত্র,
#লে_ছক্কা!!!!… .

 






Shares