Main Menu

আজব হলেও গুজব নয়

+100%-

%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bcবিচিত্র এ পৃথিবীর আরো কিছু অজানা কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম।

# বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।
.
# আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

# ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

# আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

# পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

# আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

# ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

# মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না । তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে তিনটি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

#একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

# অ্যালবার্ট আইনস্টাইনের মতে, যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে।

# যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

# মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

# আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

# আপনার মতো চেহারার প্রায় ৬ জন মানুষ রয়েছে পৃথিবীতে এবং আপনার পুরো জীবনে প্রায় ৯% সম্ভাবনা রয়েছে আপনার চেহারার কারো সাথে দেখা হওয়ার।

# শারীরিক কাজ করার সময় গান শোনা আপনার কাজ করার উদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ।

# পৃথিবীর সবচেয়ে বড় চকোলেট বারের ওজন ৫৭৯২ কেজি ।

# আলাস্কার ৮০% প্রাপ্ত বয়স্ক নিজ অঙ্গ দানের জন্য নিবন্ধিত। আর নিউইয়র্কে এ সংখ্যা ১২%

# ক্যাফেইন যুক্ত এক কাপ কফি আপনার দেহের রক্ত চলাচল বৃদ্ধিতে সহায়ক।

# পৃথিবীতে দৈনিক প্রায় সোয়া দুই বিলিয়ন কাপ কফি পান করা হয় ।

# খুব লম্বা কিংবা বেশি মোটা মায়েদের কর্তৃক একত্রে একের অধিক শিশু জন্ম দেয়ার সম্ভাবনা বেশি।

# অস্ট্রেলিযায় আপনি চাইলে বিয়ারের সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন ।






Shares