Main Menu

আই এস কেন ইসরাইলে আক্রমন করেনা!!!

+100%-

isডেস্ক ২৪:: ණ☛ আইএস আইএস প্রধান আল-বাগদাদি জনসম্মুখে ঘোষনা করেন যে তিনি সিরিয়া, ইরাক এবং লেবাননে যতদিন পর্যন্ত নাস্তিকরা সমূলে হত্যা বা ধংস না হয়, ততদিন পর্যন্ত তিনি তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম অব্যহত রাখবেন।!

ණ☛ আশ্চর্যজনকভাবে আইএস আইএস ফিলিস্তিনের জনগন বা হামসকে ইসরায়েলি তান্ডব থেকে প্রতিরোধে সহায়তা করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। উপরন্তু তারা বলে যে, ফিলিস্তিনের গাজা অধিবাসীদের সিরিয়া এবং ইরানের মত যারা অস্ত্র এবং মানবিকভাবে সাহায্য-সহযোগিতা করছে, সেইসব দেশের প্রতিও তারা নজর রাখছে।

ණ☛ এভাবে আইএস আইএস শুধুমাত্র ইরান, সিরিয়া এবং লেবাননের অস্ত্রহীন মুসলিম এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর জিহাদ ঘোষনা করেছে কারন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই কয়েকটি দেশ খুবই গুরুত্বপূর্ন (https://goo.gl/abfy22)!

বিষয়গুলো কি কাকতালীয় ? নাকি এর মধ্যে লুকিয়ে আছে আমেরিকা-ইসরায়েলের কোন ষড়যন্ত্র?






Shares