নবীনগরে লকডাউনেও বন্ধ নেই ফসলি জমির মাটি কাটা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নভেল করোনা ভাইরাসের কারনে সারা দেশ বন্ধ থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফসলি জমির মাটি কাটা বন্ধ নেই। উপজেলা জুড়ে অসংখ্য অবৈধ ড্রেজার দিয়ে দেদারসে ফসলি জমি নষ্ট করে মাটি বিক্রয় করছেন দালালরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিটঘর গ্রামের ফসলি মাঠের তিন একর একটি ফসলি জমি অবৈধ ড্রেজার দিয়ে ৮০-৯০ ফিট গভীর করে দেদারসে মাটি বিক্রয় করছেন এলাকার চিহ্নিত অবৈধ ড্রেজার ব্যবসায়ী আবু কালাম।
ড্রেজারে মাটি কাটার ফলে আসপাসের ফসল লাগানো জমি গুলিও ভেঙ্গে তার সাথে মিলিয়ে যাচ্ছে। স্থানীয়রা বাঁধা দিলেও তা অমলে নিচ্ছেন না অবৈধ ড্রেজার ব্যবসায়ী আবু কালাম। উল্টো তাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন।
ড্রেজার ব্যবসায়ী আবু কালাম জানান, জমির মালিকের সাথে চুক্তি হয়েছে মাটি বেঁচার। এলাকার থানা প্রশাসনরে দিয়া-থুইয়াই আমরা এই ব্যবসা করি।তা ছাড়া এক এসপি আমার আত্মীয় হয়।
জমির মালিক সিরাজুল হক জানান, আমার জমি আমি কাটমু না রাখমু সেইডা আপনি দেখার কেডা?