নবীনগরে নৌকায় আগুন ও চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরন
আমিনুল ইসলাম, প্রতিনিধিঃ: ব্রাক্ষণবাড়িয়ায় নবীনগর উপজেলার বড়াইলে চেয়ারম্যান বাড়ির সামনে স্থানে বাঁশের খুটিতে ঝুলন্ত নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শুধু আগুন নয় চেয়ারম্যান প্রার্থীর বাড়ির দেওয়ালে ও ৩ ককটেল ও বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
জানা যায়,বৃহস্পতিবার বিবাগত ভোর রাত ৩,২৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।
এ ঘটনায় এলাকায় ক্ষোভে ফুসছে উঠেছে নৌকা সমর্থকরা।তারা আরো জানান, ২৩ তারিখ নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা তার জবাব দিব।ঘটনাস্থলে বিজিবি পরিদর্শন করেছে বলে জানা যায়।
আগামীকাল শনিবার ২৩এপ্রিল নবীনগরে তৃতীয় ধাপে ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থাপনায়,রাস্তার পাশে দেয়ালে দেয়ালে, বিভিন্ন খুটিতে নৌকা প্রতীক ঝুলিয়ে রেখেছে।
বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।
উপজেলার বড়াইল ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃজাকির হোসেন।
বিষয়টি নিয়ে আসন্ন বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জানান,কাউকে সনাক্তকরা না গেলেও তার প্রতীপক্ষ লোকজনকেই তিনি নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার সন্দেহ করছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয় সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু মাস্টার বলেন,মুক্তিযোদ্ধের চেতনাকে বিনষ্ট করতে এক শ্রেনী মহল উঠে পড়ে লেগেছে।শুধু তাই নয় প্রতীক পুড়ানো অত্যান্ত ন্যাক্কার জনক কাজ।যে বা যারাই নৌকা প্রতীক পুড়িয়ে এলাকায় সহিংসতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে তাদের বিচার হওয়া উচিত।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান,নির্বাচনে আগের রাতে যেহেতু ঘটনাটি ঘটেছে সেহেতু আমাদের বিশেষ নজরদারি থাকবে।তাড়াও ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে সেদিকে পুলিশের নজরদারি থাকবে।