নবীনগরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিআজ (১৮ আগষ্ট) সকালে সায়মা আক্তার (১৮) নিজ ঘরে ফাঁসিতে ঝুলতে দেখা গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সঙ্গে মুঠোফোনে তার মেয়ের বিয়ে হয়।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
« নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় কথিত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত »































