নবীনগরে করোনা সন্দেহে বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে যায় পুত্রবধু
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শ্বাসকষ্টের রোগী ৮০ বছরের বৃদ্ধা এক শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে গেছে পুত্রবধূ!
জানা যায়, পুত্রবধূ বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে উপজেলার গোপালপুর এনে রাস্তায় ফেলে চলে যায়। করোনা সন্দেহে কেউ তার কাছে যাচ্ছে না।খবর পেয়ে এমনকি তার বাড়ির লোকজনও পলাতক রয়েছেন। নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, খবর পেয়ে পুলিশ মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে থেকে বৃদ্ধার নমুনা সংগ্রহ করে। এখন স্থানীয় চেয়ারম্যানের দায়িত্বে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান জানান, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, তার নমুনা সংগ্রহ করে দ্রুত পাঠানো ব্যবস্থা করেছি, রির্পোট আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে স্থানীয় চেয়ারম্যান আজাহার হোসেন জামাল জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক, এখন প্রশাসনের সহাযোগিতায় আপাতত একটি স্কুলে তার থাকা খাওয়ার ব্যবস্থা করেছি।