Main Menu

নবীনগরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কতৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্ব ছাটাইয়ের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৬অক্টোবর) দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে ইসলামি ব্যাংকের গ্রাহকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আমির হোসাইন, শফিকুল ইসলাম,  মাওলানা আবুল বাশার,  আব্দুল কাইয়ুম মাষ্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।
বক্তব্যরা বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে অনৈতিকভাবে অদক্ষ ১১ হাজার কর্মী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ বাতিল করে দ্রুত মেধাবীদের নিয়োগ দিয়ে ব্যাংকটি পুরোদমে চালু রাখার দাবি জানান।





Shares