ইউপি নির্বাচন :: নবীনগরে নৌকা ব্যবসা জমজমাট
আমিনুল ইসলাম,প্রতিনিধি :: আসন্ন ২৩ এপ্রিল নবীনগরে দ্বিতীয় ধাপে ৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে গ্রামের হাট-বাজারে নৌকা বানানোর ব্যবসা এখন জমজমাট হয়ে উঠেছে।প্রার্থীরা প্রতীক বরাদ্দ
পেয়েই কাঠমিস্ত্রির দোকানে ছুটে যাচ্ছেন।অনেক প্রার্থী নিজের পছন্দমত বিভিন্ন কেটাগুরির নৌকা বানাচ্ছে।
পাশাপাশি দোকানিরা বলছেন নির্বাচন চলে গেলে নৌকা বানানোর গুরুত্ব আর থাকবে না।
নবীনগরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায়,যার যার দলকে প্রাধান্ন দিয়ে নিজেদের প্রচারনা চালিয়ে যাচ্ছে।বিশেষকরে নৌকা প্রতীকে যেন মাঝ নদীতে বাতাস বইছে।তাই নৌকা প্রার্থীরা ভিড় করছেন কাঠমিস্ত্রির দোকানগুলিতে।
৭ই মার্চ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা।
বড়াইল ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃজাকির হোসেন জানান,ছোট বাচ্চাদের আবধার রক্ষাতে ও তাদের খুশি রাখতে আমাকে নৌকা বানাতে হচ্ছে।যেহেতু দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করতেছি সেহেতু আমি আশাবাদি মুক্তিযুদ্ধের চেতনা বিজরীত খারঘরগ্রামের উন্নয়ন,গ্রামের হতদরিদ্র ও এলাকা উন্নয়নের সার্থে আমাকে জয়যুক্ত করে এলাকার সেবা করার সুযোগ দিন।
বড়াইল বাজারের নৌকা বিক্রেতা গোলাপ মিয়া বিডিটাইমস্ কে জানান,ইউনিয়ন পরিষদ নির্বাচন হইতাছে আমার জন্য ভালই হইলো।এই নির্বাচনের আমার ব্যবসা জমজমাট।প্রত্যাকদিন ৫ থেকে ৭ টি করে নৌকা বানাইতাছি।ছোট নৌকা ২ হাজার,মাঝারি ৩ হাজার আর বড় নৌকা ৫ হাজার করে বিক্রি করতেছি।অন্য কাজ বাদ দিয়ে গত ১৫ দিন ধইরা আমরা ৩ জন মিইলা ছোট বড় নৌকা বানাইতাছি।এমনভাবে যদি বানাইতে পারতাম তাহলে আমারদের রুজিজুজ্গা ভালই হইতো।
নৌকার সাথে তাল মিলিয়ে পিছিয়ে অন্য প্রার্থীরা।বি,এন,পি,জাতীয় প্রার্থী ও জাসদ।তারাও চালিয়ে যাচ্ছে নিজেদের প্রচারনা।সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন ছন্দে চলছে মাইকের মাধ্যমে প্রার্থীদের প্রচারনা।
নৌকার পাশাপাশি এলাকার সকল মাইকের দোকানের ব্যবসা এখন জমজমাট হয়ে উঠেছে।চাহিদার তুলনায় মাইক সরবাহ কম হওয়াই অনেক মূলে প্রার্থীদের মাইক সরবাহ করতে হচ্ছে।বর্তমানে এক সেট মাইক
সরবরাহ পেতে প্রার্থীদের গুনতে হচ্ছে
পাচঁশ থেকে সাতশ টাকা। আর দুই সেট মাইক সরবরাহ পেতে আটশ থেকে এক হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে প্রতিদিন।
বড়াইল ৩নংওয়ার্ডের সংরক্ষি মেম্বার প্রার্থী মো.আমিনুল ইসলাম বাবু বিডিটাইমস্ কে জানান,আগে মাইকের এতো ভাড়া ছিল না হঠাৎ করেই নির্বাচনের কারণে মাইকের ভাড়া বাড়িয়ে দিয়েছে দোকানিরা।তাই অতিরিক্ত ভাড়া দিয়েই মাইক নিতে হচ্ছে প্রার্থীদের।
উল্লেখ্য নবীনগরে ৩১ মার্চ প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আগামী ২৩ শে এপ্রিল ৯ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।