Main Menu

নবীনগরে চাঁদার টাকা না পেয়ে খামারির উপর হামলা, মানবাধিকার কর্মী সহ গ্রেপ্তার-২

+100%-


মো: নূরে- আলম বিপ্লব : উপজেলার শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে হাঁস মুরগীর খামারির উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে নবীনগর মানবাধিকার কমিশনের সভাপতি নাছির উদ্দিন ও তার বাহিনী। হামলায় গুরুতর আহত আবদুল জলিল মিয়ার ছেলে মো: জাকির (৬৫) কে নবীনগর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ ওই মানবাধিকার কর্মী সহ দু’জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে শনিবার সকালে জেলহাযতে প্রেরণ করে।     

জানা যায়, উপজেলার শ্রীরমপুর গ্রামের জাকির, আবু বক্কর ও হাবিবুর রহমান দীর্ঘদিন যাবত হাঁস মুরগির খামারের ব্যবসা করে আসছে। খামরিদের কাছে সুযোগ বুঝে নবীনগর উপজেলা শাখার মানবাধিকার কমিশনে সভাপতি নাছির উদ্দিনের নের্তৃত্বে একদল দুর্বৃত্ত তাদের কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। জাকির দুর্বৃত্তের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের উপর দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে অতকৃত হামলা চালায়। এতে জাকির গুরুতর আহত হয়। এ ঘটনায় জাকিরের ছেলে সালাউদ্দিন বাদী হয়ে মামলা করলে পুলিশ নাছির উদ্দিন ও বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ওসি রূপক কুমার সাহা জানান মানবাধিকার কর্মীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজীর একাধিক মামলা রয়েছে।






Shares