Main Menu

ইসরাইলীদের হত্যাযজ্ঞের প্রতিবাদে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানববন্ধন

+100%-

নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইলীরা বর্বরোচিত হামলা চালিয়ে হত্যাযজ্ঞের প্রতিবাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান এডভোকেট মোঃ ইসলাম উদ্দিন সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি শাহজাহান আলম সাজু, এডঃ মহিউদ্দিন আহমেদ বকুল, এডঃ আব্দুল্লাহ আল মনির রমজান, শাহ আলম বখত, এডঃ নজরুল ইসলাম মিলন, এডঃ জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম আহাদ, মোফাজুল আবেদীন প্রমুখ। বক্তারা, ফিলিস্তিনের নারী, শিশুসহ সকলের উপর ইসরাইলীদের বরর্বোচিত হামলা অচিরেই বন্ধ করার আহবান জানান। এ হামলা মানবতাকেও হার মানিয়েছে। ইসরাইলীরা মানব সভ্যতার চরম শত্র“, মানুষ খেকো, দুস্য দানব। ফিলিস্তিনীদের রক্ষায় ওআইসিসহ সকল মুসলিম দেশকে এগিয়ে আসার আহবান জানান।


Shares