ছন্দটা মিলিয়ে নিন তাহলে টিম ওয়ার্ক করা সম্ভব — নূর মোহাম্মদ মজুমদার
প্রতিনিধি : বিদেশে সরকারী চাকুরীর জন্য সকল তথ্য সেবা কেন্দ্রে ডাটা বেইস করা হবে, সেই জন্যে সকল চেয়ারম্যানকে সহযোগীতা করতে হবে। উন্নয়ন করতে হলে টিম ওয়ার্ক দরকার, তাই ছন্দটা মিলিয়ে নিন তাহলে টিম ওয়ার্ক করা সম্ভব। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে দাঙ্গা হাঙ্গামা নয় শান্তি ও সম্প্রীতি চাই ব্যানারে মত বিনিময় সভায় জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার এই কথাগুলি বলেন। পোৗর নির্বাচন বিষয়ে তিনি আরো বলেন, নির্বাচনকে বাদ করার জন্য দরখাস্তটা দু:খ জনক। তবে নির্বাচন দ্রুত করার জন্য আমাদের সার্বিক সহযোগীতা থাকবে। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মাহাবুব, নাজমুল করিম, এসিল্যান্ড সন্দ্বীপ কুমার, ডা: সাদেক মিয়া, ওসি আবু জাফর, অধ্যক্ষ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ নূরুল ইসলাম, জহির উদ্দীন চৌধুরী, সফিকুল ইসলাম, সাংবাদিক সঞ্জয় সাহা, গৌরাঙ্গ দেবনাথ, মাহাবুব আলম লিটন, চেয়ারম্যান এম.এ.খায়ের বারী, রফিকুল ইসলাম ও মুক্তি যোদ্ধা কমান্ডার শামছুল আলম শাহন। |