Main Menu

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

+100%-

প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালিত হচ্ছে। যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ৭ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শহরের কালিবাড়ি মন্দির  (উত্তর) থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেড্ডা কালভৈরব হয়ে আবার কালিবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কৃষ্ণ ভক্তের ঢল নামে। ঢাক ঢোলের বাজনা,শঙ্ক ও উলু ধ্বনিতে মুখরিত করে তোলে তারা। শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় সংগঠন ও ব্যাক্তি প্রতিষ্ঠান পৃথক সাজে অংশ নেয়। জন্মাষ্ঠমী উপলক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদ দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।






Shares