টর্ণেডো বিধ্বস্থ ৩০০ পরিবারে বিটঘরবাসির উদ্যোগে ত্রাণ বিতরণ
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামবাসির উদ্যোগে গত শুক্রবার সম্প্রতি টর্ণেডো বিধ্বস্থ জেলার দোবলা, পাটশালা, চান্দি, চানপুর ও চিনাইর গ্রামের ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে বিটঘর গ্রামের শতাধিক তরুন গত দুদিন ধরে এসব ত্রাণ সামগ্রী কেনার জন্য ঘরে ঘরে গিয়ে লক্ষাধিক টাকা সংগ্রহ করে। পরে উত্তোলিত টাকায় ত্রাণ সামগ্রী কিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণে করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুর রহমান, বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী খান, বিটঘর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ। ত্রাণ সামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সুজন কুমার সাহা, রাসেল সরকার, কামাল খান, সেলিম মুন্সি ও রাফায়েল চিশতী। উদ্যোক্তাদের অন্যতম ব্যাংকার সুজন কুমার সাহা জানান, টর্ণেডোয় ক্ষতিগ্রস্ত পাঁচটি গ্রামের ২৮০ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি লবন, ৫০০ গ্রাম ডাল, ৬ প্যাকেট খাবার স্যালাইন, ১ প্যাকেট কয়েল, মোমবাতিসহ আনুষাঙ্গিক মালামাল দেওয়া হয়।’ |
« তাদের দুই কান কাটা তাই তারা শুনেন না.. খালেদা জিয়া (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে তৌহিদ-তৌফিক স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান »