Main Menu

নবীনগরে গাঁজা ভর্তি প্রাইভেটকার ও ফেন্সিডিল সহ আটক -৩

+100%-
এস এ রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার (২৫/৪) রাতে ৬ বস্তা গাঁজা ভর্তি প্রাইভেটকার ও ৬৮ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করে। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ধৃত আসামীদের আদালতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে উপজেলা বাঙ্গরা বাজার দিয়ে গাঁজা ভর্তি দুইটি প্রাইভেটকার যাওয়ার সময় ওই বাজারের লোকজন একটি প্রাইভেটকার আটক করলেও অন্যটি দ্রুত পালিয়ে যায়। পরে লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। নবীনগর থানার এস আই মোঃ নাছির উদ্দিন আটককৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৮৩৪৭) এর ভিতর থেকে ৬টি বস্তায় ১২৭ কেজি গাঁজা সহ কসবা উপজেলার চাপিয়া গ্রামের আঃ খালেক মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)ও গংঙ্গানগর গ্রামের নূরুল ইসলামের ছেলে জহির মিয়া (২২) কে থানায় নিয়ে আসে।  গাঁজা গুলো কসবা বর্ডার থেকে বিটঘর হয়ে বাঙ্গরা বাজার দিয়ে মুরাদনগর যাচ্ছিল।
অন্য দিকে ছলিমগঞ্জ পুলিশ ফাড়ির  ইনচার্য আসাদুজ্জামান বুধবার সন্ধ্যায় ছলিমগঞ্জ লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে বাজারে ব্যাগ ভর্তি ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মনোয়ারা বেগম (৫০) নামে একজনকে আটক করে। সে বিজয়নগর থানার চম্পকনগর গ্রামে হাজী আবুল বাসারের স্ত্রী। ফেন্সিডিল গুলো কসবা থেকে নরসিংদী নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় মাদক আইনে থানায় পৃথক দুটি মামলা হয়।






Shares