নবীননগগরে সাম্প্রদায়ীক সম্প্রীীতি বজায় রাাখখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়
প্রতিনিধি:: চলতি সপ্তাহে জেলার নাসিরনগর উপজেলায় ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাত এনে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে ওই এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট ও প্রায় ১৫টি মূর্তি ভাংচুরের ঘটনায় দেশের স্বাভাবিক পরিস্থিতি যখন প্রশ্নবিদ্ধ। সে সময়ে বিষয়টিকে নিয়ে উস্কানীমুলক বক্তব্যে সাম্প্রদায়ীক দাঙ্গা সৃষ্ঠির লক্ষ্যে কতিপয় মহলের নানান অপচেষ্টা রোধে অসাম্প্রদায়িক চেতনার অনুসরণীয় স্থান নবীনগর উপজেলায় যেন কোনভাবেই এর কোন নেতিবাচক ঘটনা ছড়িয়ে পড়তে না পারে এ বিষয়ের উপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩/১১) বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে আয়োজিত উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।
এ সময় নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন নসু, নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মেহেদি হাসান, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা, এড. সুজিত দেব, এড. বিনয় চক্রবর্তী, স্থানীয় সুশীল মহলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, জনপ্রতিনিধিগণ, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, রাজনীতিবিদগণ সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।