নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি।
সভাপতিত্ব করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মুছা।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ এবং ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার গুরুত্ব এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্ব নিয়ে অতিথিরা মূল্যবান বক্তব্য প্রদান করেন। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সফল এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন অনুপ্রেরণা যোগায়।































