নবীনগর প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে দিন ব্যাপি মিলন মেলা অনুষ্ঠিত।
নবীনগর প্রতিনিধি: নবীনগর প্রেসক্লাবের ৩০ বছর পূর্র্তি উপলক্ষে শনিবার নবীনগর মহিলা কলেজে সাংবাদিক পরিবারের দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘জীবন ইউক সুন্দর ও আনন্দময়’ এ শ্লোগানে মহিলা কলেজ প্রাঙ্গনে এ মিলনমেলায় আলোচনাসভা, চা চক্র, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, কৌতুক, মধ্যান্নভোজ, পুরস্কার বিতরণ, ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে আনন্দঘণ পরিবেশে সম্প্রতির বন্ধনে মিলিত হন সাংবাদিক পরিবারের সদস্যরা।
সকাল ৯ টায় বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু কামাল খন্দকার। প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল এর পরিচালনায় ৩০ বছরের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম,পৌর মেয়র মাইন উদ্দিন মাইনু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.ম. রাশেদুল ইসলাম, ,সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী , মোহাম্মদ আরজু, মাইটিভি জেলা প্রতিনিধি আ ফ ম কাউছার এমরান,দৈনিক করতোয়া প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, মানবজমিনের ষ্টাফ রিপোটার জাবেদ রহিম বিজন, অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য্য, এডভোকেট জাকারিয়া সরকার তছলিম,নিয়াজুল হক কাজল, মাহাবুবুল আলম লিটন, গৌরাঙ্গ দেব নাথ অপু, আসাদুজ্জামান কল্লোল, তাজুল ইসলাম চৌধুরী, সাইদুল আলম সোরাফ প্রেসক্লাবের প্রতিষ্টাকালীন সদস্যও বর্তমান সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী মামুনুর রশিদ কে দাতা সদস্যের সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয় । এছারা আমন্ত্রিত অতিথিদের বই উপহার দেয়া হয়।