নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর অফিসার্স ক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নারায়ণপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মো. আবু মুছা শুধু একজন শিক্ষক নন, তিনি নবীনগরের শিক্ষাঙ্গনে এক প্রেরণার নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার মেলবন্ধনে শিক্ষকতার মহান পেশাকে করেছেন আলোকিত।” তারা আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের হৃদয়ে চিরদিন অমলিন থাকবে।”
অনুষ্ঠানের শেষে বিদায়ী প্রধান শিক্ষক আবেগাপ্লুত কণ্ঠে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অনাড়ম্বর অথচ আবেগঘন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।































