Main Menu

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ :‎ নবীনগর অফিসার্স ক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুছার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
‎এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নারায়ণপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মো. আবু মুছা শুধু একজন শিক্ষক নন, তিনি নবীনগরের শিক্ষাঙ্গনে এক প্রেরণার নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার মেলবন্ধনে শিক্ষকতার মহান পেশাকে করেছেন আলোকিত।” তারা আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সহযোগিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের হৃদয়ে চিরদিন অমলিন থাকবে।”

‎অনুষ্ঠানের শেষে বিদায়ী প্রধান শিক্ষক আবেগাপ্লুত কণ্ঠে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অনাড়ম্বর অথচ আবেগঘন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।






Shares