নবীনগর পশ্চিম ইউনিয়নের কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নবীনগর পশ্চিম ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরলাপাং বাজার প্রাঙ্গণে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান দ্বি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন।
নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন অর রশিদ।
নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য মোঃ কামাল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য শাহ আলম ও আবু নছর, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক লিটন মেম্বার সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।































