নবীনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিবৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে একটি জরুরি সভা আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভায় নবীনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
জরুরি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, একাডেমিক সুপার ভাইজার হাসনাত জাহান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ, সহকারী নির্বাচন অফিসার মো. সুমন ভূঁইয়া, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম,
শিক্ষক নেতা কাউসার আলম প্রমুখ।
জরুরি সভায় ইউএনও রাজীব চৌধুরী বলেন, গতকাল বুধবার পত্রপত্রিকায় ‘নবীনগরে পরীক্ষার আগের দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস’ শিরোনামে শীর্ষক সংবাদটি আমার নজরে পড়ে। সংবাদটি দেখার পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে আজকে জরুরি সভা আহবান করেছি। প্রশ্নফাঁস হওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। প্রশ্ন ফাঁসের রহস্য উন্মোচন করতে তদন্ত কমিটি গঠন করা হবে। কোনো শিক্ষক কিংবা অফিসের কারও বিরুদ্ধে যদি প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিকট থেকে প্রশ্ন নিয়ে ওই প্রশ্নগুলো নিরপেক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে মডারেট করে পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করে উপজেলা শিক্ষা অফিস। কিন্তু এবারই প্রথম আমরা প্যাকেটের মাধ্যমে সিলগালা করে প্রতিটি স্কুলে প্রশ্নপত্র বিতরণ করেছি। তারপরও কি ভাবে প্রশ্নপত্র ফাঁস হয়, বিষয়টি অতন্ত্য দু:খজনক। আমরা আরও সর্তকতা অবলম্বন করবো।
প্রসঙ্গত, নবীনগর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগের দিনই কোনো একটি চক্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র হাতে পেয়ে যায়। পরে বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।
« নবীনগর রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) গ্রিসে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত »































