নবীনগরে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন(১লা জুলাই)
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::আজ পহেলা জুলাই বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫০জন। তবে ইতিমধ্যে ৬৭জন সুস্থও হয়েছেন । মৃত্যু হয়েছে ২ জনের।
উপজেলার করোনায় আক্রান্ত ১৩ জনের এলাকাগুলি হলো উপজেলার বীরগাঁও গ্রামে ১জন, কাজল্লা গ্রামে ১জন, ইব্রাহিমপুর গ্রামে১জন, চরলাপাং গ্রামে১ জন, পৌর সদরের পশ্চিম পাড়া১ জন, পৌর সদরের আলিয়াবাদ গ্রামে ১ জন, পৌর সদরের টি এন্ড টি পাড়া ১ জন, পৌর সদরের হাসপাতাল পাড়ায় ১জন, পৌর সদরের কলেজ পাড়ায় ১ জন পৌর সদরের মাঝিকারা ১ জন, পৌর সদরের মধ্যপাড়ায় ১জন, গাংগেরকোট ( মুরাদনগর উপজেলায়১ জন ) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী সহ মোট ১৩ জন।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন জানান, অনেকেই করোনার এই মহামারিকে পাত্তা দিচ্ছেন না।
কিন্ত যারা নিজের পরিবারের সদস্যদের হারাচ্ছেন শুধুমাত্র তারাই জানেন করোনা কতোটা ভয়াবহ রোগ।
তাই যথাসম্ভব বাসায় থাকুন, নাকে মাস্ক পরুন, হাঁচি কাশির শিষ্টাচার মানুন, ভিড় পরিহার করুন।
« বিজয়নগরে ব্যাংক কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মী সহ ১৩ জন করোনায় আক্রান্ত । (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় কাজের আগেই এডিপি’র বরাদ্ধের ৫০ লাখ টাকার বিল পরিশোধ ! »