Main Menu

নবীনগরে সাংবাদিকের মুক্তির দাবীতে মানববন্ধন-প্রতিবাদ সভা

+100%-

গাজি টেলিভিশনের(জিটিভি) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ সভায় বাইশমৌজা বাজার কমিটির সভাপতি হাজী আরিজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান,
বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, ২০১৮সালের পাশের কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার ফলে সংঘটিত জোড়া খুনের মামলায় সাংবাদিক জহির রায়হানকে পরিকল্পিত ভাবে আসামি করা হয়েছে। এর মূলহুতা বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনের এসবের পিছন থেকে কলকাঠির নেড়েছেন। আমরা সাংবাদিক জহির রায়হানের নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিদের আইনের আনতেও জোর দাবি করছি।
প্রতিবাদ সভা শেষে বাজারের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
উল্লেখ্য, সাংবাদিক জহির রায়হানকে গত ৬ এপ্রিল রাতে জেলা শহরের কাউতুলী থেকে নবীনগরের কৃষ্ণনগরের জোড়া খুনের মামলায় আসামী হওয়াই পিবিআই গ্রেফতার করে।



(পরের সংবাদ) »



Shares